ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফরহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফরহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্টকহোম, সুইডেন: সুইডেন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ আলী নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) স্টকহোমের একটি কমিউনিটি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



বিদায়ী সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া সম্মেলনের কাউন্সিল সেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন এম এ গনি।

অনিল দাশগুপ্ত ও এম এ গনি তাদের বক্তব্যে মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কর্মীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।