ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রথম প্রহরে দেশটির নিউক্যাসেল শহরে বঙ্গবন্ধুর অনুসারীরা কেক কেটে দিনটি উদযাপন করেন।



পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্টজন ড. আবুল হাসনাৎ মিল্টন, ডা. ফখরুল ইসলাম, ড. আখতারুজ্জামান, ডা. ইকবাল কবির, ড. শুভংকর বিশ্বাস, মোহাম্মদ তানভি নেওয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নন, তিনি সব বাঙালির নেতা, বাঙালি জাতির জনক। তিনি জন্মেছিলেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছিলো। আজ তাই কেবল ব্যক্তি মুজিবের জন্মদিন নয়, আজ সব বাঙালির অস্তিত্বের জন্মদিন। দেশে-বিদেশে প্রতিটি বাঙালির ঘরে-ঘরে আজ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা উচিত।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।