ঢাকা: বহুজাতিক সংস্কৃতির নগরী কানাডার মন্ট্রিয়লে বাঙালি কমিউনিটির বহুল প্রত্যাশিত ভোরের আলো বাংলা মেলার কাউন্ট ডাউন শুরু হয়েছে।
সেখানকার জনপ্রিয় সাপ্তাহিক ভোরের আলোর উদ্যোগে গত বছরের চেয়ে আরও বড় পরিসরে এ বছরের ভোরের আলো বাংলা মেলা অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর কার্বস অ্যাভিনিউর হাওয়ার্ডে।
বাংলা মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে কানাডার বিভিন্ন প্রদেশে বাঙালিদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। কারণ এ বছরের মেলায় প্রথম দিন ঘুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে।
এ বছরে কানাডার বৃহৎ এ আয়োজনে ১০৪ দিন সামনে রেখে বাংলা স্কয়ার ভবনের পাশে এথেনা পার্কে শিশু-কিশোর এবং আয়োজকদের নিয়ে বেলুন উড়িয়ে কাউন্ট ডাউন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্ক এক্সের সিটি কাউন্সিলর ম্যাডাম মেরি ডরেস।
উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শর্মিলা ধরের পরিচালনায় ভোরের আলো পত্রিকার উপদেষ্টা মুন্সী বশীর, মমিনুল ইসলাম ভুঁইয়া, সাইদুর রহমান, এম ছাদেক এ চৌধুরী শিবলী, মন্ট্রিয়ল ব্যুরো প্রধান মাহমুদুল হাসান রুবেল, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডার সভাপতি হাসান জাহীদ কমল, সাধারণ সম্পাদক রনজিত মজুমদার, বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের সভাপতি মকসুম তরফদার, সহ-সভাপতি শরীফ ইকবাল চৌধুরী, সিলেট জেলা সমিতির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, মৌলভীবাজার জেলা সমিতির আখলাকুর রহমান আলমগীর ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সমাজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের বাংলা মেলা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রথম সারির বেশ কয়েকজন শিল্পী অংশ নেবেন। সেসঙ্গে কলকাতা থেকেও শিল্পী আসার সম্ভাবনা রয়েছে। এবারের মেলায় দক্ষিণ এশিয়ার কমিউনিটি ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর মালিকানাধীন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। শিশু-কিশোরদের জন্য থাকছে বিভিন্ন ফ্রি রাইডস।
মেলায় প্রবেশ করতে কোনো প্রকার ফি থাকবে না। তাই আয়োজকদের প্রত্যাশা গত বছরের চেয়ে এবছর দর্শক সমাগম বৃদ্ধি পাবে।
উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালের বাংলা মেলায় প্রায় পাঁচ সহস্রাধিক থেকে সাত সহস্রাধিক দর্শক উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আইএ