ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্রতিটি দেশেই নির্মিত হবে বাংলাদেশের নিজস্ব দূতাবাস

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৬
প্রতিটি দেশেই নির্মিত হবে বাংলাদেশের নিজস্ব দূতাবাস

জেদ্দা থেকে: কূটনৈতিক সর্ম্পক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দূতাবাসগুলোর নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হবে।

শনিবার (০৪ জুন) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর  স্থাপনকালে এ কথা বলেন তিনি।

জেদ্দা কনফারেন্স প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে নতুন এ ভবনের ভিত্তিস্থাপন করা হয়।

পরবর্তীতে জেদ্দাতেও বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সম্প্রতি জাপান সফরের সময় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা দেখতে দূতাবাস কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রবাসে যারা যেখানেই কাজ করুক তাদের ভালমন্দ দেখা আমাদের দায়িত্ব।

বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না। সম্মানের সাথে দেখবে।

হজযাত্রীদের সুবিধার্থে হজ অফিস জেদ্দা থেকে মক্কায় স্থানান্তর করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু স্বপ্ন ও অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরবে পৌঁছে শুক্রবার মধ্যরাতের পর ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমরাহ পালন শেষে হারাম শরীফ সংলগ্ন মক্কা গেস্ট প্যালেসে অবস্থান করেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে তিনি জেদ্দা কনফারেন্স প্যালেসে আসেন।

ওমরাহ পালনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রহমতে খুব ভালভাবে ওমরাহ পালন করেছি। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তারা।

** বাংলাদেশের সফলতা ‘রেপ্লিকেট’ করতে চায় ওআইসি
** ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী, মক্কা থেকে মহিউদ্দিন
** আইডিবিকে ঋণের সুদ কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।