কোপেনহেগেন থেকে: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিনিধি দল।
বুধবার (৮ জুন) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রেডিসন স্কেন্দিক হোটেলে মঙ্গলবার (৭ জুন) আওয়ামী লীগের নেতাকর্মীরা আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৬ ও ৭ জুন আন্তর্জাতিক সিটি মেয়রদের সম্মেলনে অংশ নিতে কোপেনহেগেনে আসেন আনিসুল হক।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. গনি আনিসুল হকের সঙ্গে টেলিফোনে কুশল বিনিময় করেন এবং আনিসুল হক ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাঙালিদের খোঁজ-খবর নেন।
সাক্ষাতকালে ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া সাংগঠনের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি আ. ন. ম. আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুঁইয়া, দফতর সম্পাদক হিল্লোল বড়ুয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাহমিদ আল মাহিদ, সদস্য মাহফুজুর রহমান, মাসুদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এটি