ঢাকা: বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রোগ্রেসিভ অ্যাকশান ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের (পেস) এক জরিপে দেখা গেছে, টরন্টো শহরে বসবাসরত বাংলাদেশি কানাডিয়ানদের স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে ডায়বেটিস প্রধান সমস্যা। এর পরেই রয়েছে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ।
জরিপের চিত্র তুলে ধরে মঙ্গলবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পুরুষদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার সঙ্গে স্বাস্থ্য সচেতনার কোনো ইতিবাচক যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। উচ্চ শিক্ষিত পুরুষদের চেয়ে স্বল্প শিক্ষিত পুরুষেরা বেশি স্বাস্থ্য সচেতন।
অন্যদিকে নারীদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার সঙ্গে তাদের স্বাস্থ্য সচেতনতার ইতিবাচক যোগসূত্র পাওয়া গেছে।
পেস ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই জরিপ চালায়। মূলত বাঙালি অধ্যুষিত ইস্ট ইয়র্ক ও স্কারবরোর দুটি ওয়াক ইন ক্লিনিকসহ অনলাইনে ১৫৭ জন উত্তরদাতার অংশগ্রহণে এই জরিপ চালানো হয়।
উত্তরদাতাদের মধ্যে ৭৫ শতাংশ ব্যক্তির বয়স ৩০ থেকে ৫০ এর ভেতরে এবং তাদের ৭৩ শতাংশ বিবাহিত।
পেস-এর প্রেসিডেন্ট ইমামুল হক বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ আমাদের কমিউনিটিতে একটি বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য সেবা প্রদানকারী ও কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কমিউনিটির চাহিদা অনুযায়ী সেবা দিয়ে সমাজে ব্যাপকভাবে গণসচেতনতা তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, পেস আগামীতেও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যুতে সচেতনতামূলক অনুষ্ঠান করবে কমিউনিটিতে।
মঙ্গলবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এটি