ইউজিন,ওরেগন,যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের জনপ্রিয় সাপ্তাহিক ‘ইউজিন উইকলি [http://www.eugeneweekly.com] কার্যালয় পরিদর্শন করেছেন সফররত লেখক সাংবাদিক মাহমুদ হাফিজ। সাপ্তাহিকটির সম্পাদকের আমন্ত্রণে শহরের লিংকন স্ট্রিটের কার্যালয়ে বুধবার (২২ জুন) এ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও ভ্রমণলেখকের ইউজিন সফরের খবর জেনে সাপ্তাহিকের সম্পাদক ক্যামিলা মর্টেনসেন তাঁর কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানালে মাহমুদ হাফিজ সেখানে উপস্থিত হন। উইকলি অফিসে পৌঁছালে সম্পাদক গেটমুখে তাকে স্বাগত জানান এবং পত্রিকাটির বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। এ সময় পত্রিকাটির প্রকাশনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পরে সম্পাদকের কক্ষে মতবিনিময়ে ক্যামিলা বলেন, পত্রিকাটি বেসরকারি মালিকানায় দীর্ঘদিন ধরে প্রকাশিত হচ্ছে। সংবাদ ও ফিচারের বস্তুনিষ্ঠতার জন্য এটি এ অঞ্চলের জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। ইউজিন শহর থেকে ইউজিন নামে বের হলেও সংবাদ ও ফিচার প্রকাশে তাদের এলাকা পুরো অরেগন রাজ্য। সঙ্গীত, মুভি এবং ইভেন্ট এর ক্ষেত্রেই কেবল শহরের বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়।
ক্যামিলা বলেন, সাপ্তাহিকটি স্থানীয় রেওয়াজ অনুসারে বিনামূল্যে বিতরণ করা হয়। তাদের রাজস্বের উৎস বিজ্ঞাপন। শহর ও উপশহরের এক চতুর্থাংশ মানুষর হাতে পত্রিকাটি পৌঁছায়। একই সঙ্গে তারা অনলাইন সংস্করণ প্রকাশ করে থাকেন।
মতবিনিময়ে ক্যামিলার প্রশ্নের জবাবে মাহমুদ হাফিজ বলেন, বাংলাই পৃথিবীর একমাত্র গৌরবোজ্জ্বল ভাষা-যা প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম করে মানুষ শহীদ হয়েছেন। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি ভাষা শহীদদের গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা বিবেচনা করে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী এর গুরুত্ব পৌঁছে দিয়েছে। এ ভাষায় সাহিত্যচর্চা ও সাংবাদিকতা করতে পেরে তিনি গর্বিত বলে উল্লেখ করেন। আলাপচারিতায় বাংলাদেশের সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা যুগের সূচনা ও এর পথিকৃৎ এবং বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের কার্যক্রম বিস্তারিত স্থান পায়।
সাংবাদিকতা ও তুলনামূলক সাহিত্যে পিএইচডিধারী ক্যামিলা রিপোর্টার থেকে এর সম্পাদক পদে অধিষ্ঠিত হন। কন্ট্রিবিউটিং এডিটর হিসাবে মাহমুদ হাফিজ বাংলানিউজের পক্ষ থেকে ঢাকার রাস্তায় রিকশাচালনারত তিন রিকশাওলার বিমূর্ত পেইন্টিং উপহার দিলে ক্যামিলা তাকে ও বাংলানিউজকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আরআই