ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলা, ডেনমার্ক আ’লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
বাংলাদেশে সন্ত্রাসী হামলা, ডেনমার্ক আ’লীগের শোক

কোপেনহেগেন: বাংলাদেশে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

সোমবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া সংগঠনের পক্ষে এ শোকবাণী জানান।

একইসঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।

এতে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।

পাশাপাশি সফল অভিযান পরিচালনা করায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সব বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিবৃতিতে সংহতি প্রকাশ করেন সংগঠনের সহ-সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম-সম্পাদক সাব্বির আহমেদ, সামী দাস, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর, বোরহান, ভূঁইয়া, আমির হোসেন, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, কবির আহমেদ, কাওসার আহমেদ সুমন, সেতু আহমেদ, খাদিজা আখতার মিনি, মাহফুজুর রহমান, কোহিনুর আখতার মুকুল, ইউসুফ আহমেদ, নীরব হালদার, আরজু আহমেদ, কাজী হামিদ, ইমতিয়াজ, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।