ঢাকা: এক মাস সিয়াম সাধনার পর ৬ জুলাই, বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটি পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
সকাল আটটা, নয়টা ও দশটায় পরপর অনুষ্ঠিত জামাতে উপচে পড়া ভিড় ছিলো। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য অন্যান্য দেশেরও।
ভিয়েনার প্রাণকেন্দ্রে ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম’ এ স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান আজহারী। এতে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, কাউন্সেলর শাবাব বিন আহমেদ, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম, কমিউনিটি নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, আবিদ হোসেন খান তপন, মুক্তিযোদ্ধা বায়োজিদ মীরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
প্রচলিত প্রথা অনুযায়ী এবারও ঈদের জামাতের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদুল ফিতরের প্রতিটি জামাতে বাংলাদেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অস্ট্রিয়া প্রবাসী সিংহভাগ বাংলাদেশি ভিয়েনায় বাস করেন। রাজধানীর বাইরেও গ্রাস, সালসবব্রুর্গ ও লিনস শহরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসএস/এমএ