ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

গ্রেটার ভ্যাঙ্কুভারে ‘মাদার ল্যাঙুয়েজ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
গ্রেটার ভ্যাঙ্কুভারে ‘মাদার ল্যাঙুয়েজ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

কানাডা থেকে: কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হলো মাদার ল্যাঙুয়েজ ফেস্টিভ্যাল-২০১৬।

বৃটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের বিয়ার ক্রিক পার্কে রোববার (১৭ জুলাই) এ উৎসবের আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙুয়েজ লাভার্স অব দ্যা ওয়ার্ল্ড সোসাইটি এবং আর্টস কাউন্সিল অব সারে সিটি যৌথভাবে এর আয়োজন করে।

মাদার ল্যাঙুয়েজ ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন দেশটির মিনিস্টার অব টেকনোলজি আম্রিক ভার্ক, সংসদ সদস্য জন এলডাগ।

আরও উপস্থিত ছিলেন গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুল ইসলাম, কানাডা-বাংলাদেশ কমিউনিটি সেন্টারের সাধারণ সম্পাদক শফিউল আযম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. শাহেদুর রাহমান শাহীন, সাউথ এশিয়ান লিটারারি সোসাইটি অব কানাডার সভাপতি আচারিয়া এস.পি. দ্বিভেদি, রাইটার্স ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক-এর সভাপতি আশোক ভার্গাভা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙুয়েজ লাভার্স অব দ্যা ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মওলা সবাইকে স্বাগত জানান।

বক্তারা প্রয়াত রফিকুল ইসলাম এবং আব্দুস সালামকে স্মরণ করেন।

ক্রিক পার্কে সবুজ ঘাসের গালিচায় বসে নানা দেশের, নানা ভাষার দর্শকরা। পরিবেশিত হয় নৃত্য, সঙ্গীত, কবিতা।

অভিবাসী বাঙালি শিল্পীদের পাশাপাশি ছিলো ভ্যাঙ্কুভারে বসবাসরত ভারত, চীন, জাপান, নেপাল, শ্রীলংকা, তিব্বত, ফিলিপিন্সের শিল্পীরা।

একই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা পদক-২০১৬ প্রাপ্ত প্রয়াত রফিকুল ইসলাম (পক্ষে তার সহধর্মিণী বুলি ইসলাম) এবং আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিকা মাহমুদ। সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের মাল্টিকালচারাল ইভেন্ট সমন্বয়ক শাহানা আকতার মহুয়া।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।