ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ৪, ২০১৯
কাতারে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

আমিনুল ইসলাম, কাতার থেকে: আরব আমিরাতের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারেও উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টায় কাতারের জাতীয় মসজিদসহ স্থানীয় ৩৮২টি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা রাজধানীর দোহার নাজমা, মাইজার, বিন ওমরান, ওয়াকরা, ন্যাশনাল, মনসুরা ও সানাইয়াসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সমাবেত হন প্রবাসীরা বাংলাদেশিরা।

নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। নামাজ আদায় শেষে একে অন্যের সঙ্গে কৌশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।