ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে ঈদ জামাতে প্রবাসীদের মিলনমেলা

শাহ মো. তানভীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১৩, ২০২১
পর্তুগালে ঈদ জামাতে প্রবাসীদের মিলনমেলা

পর্তুগাল থেকে: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আনন্দ মুখর পরিবেশে রাজধানী লিসবনসহ পর্তুগালের বিভিন্ন শহরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

যদিও বিশ্বব্যাপী করোনার থাবা ঈদের আনন্দে অনেকটা ব্যাঘাত ঘটিয়েছে প্রবাসীদের মনে। তারপরও পর্তুগালে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় খোলা মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশটির  বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করছেন। সরকারের সব নিয়মনীতি ও স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে হাজারো বাংলাদেশি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন হাজারো বাংলাদেশি। অনুষ্ঠিত জামাতে নামাজ শুরুর আগে বয়ান করেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের খতিব মাওলানা আবু সাঈদ।

এছাড়াও পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে বাংলাদেশিসহ পর্তুগালে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ছাড়াও পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে অংশ নেন পর্তুগালে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী লিসবন ছাড়াও পর্তুগালের পোর্তো, আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছেন।

এদিকে, পর্তুগালে প্রতিনিয়ত বাংলাদেশি পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে বিশেষ দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজ নাগরিকরাও।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।