ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

দীপাবলি নিয়ে মন্তব্যে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
দীপাবলি নিয়ে মন্তব্যে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবাঞ্ছিত মন্তব্য করায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ। তবে আটক যুবকের নাম প্রকাশ করা হয়নি।

রোববার (৭ নভেম্বর) মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যের পুলিশ প্রধান আয়োব খান মাইদিন পিচাই জানিয়েছেন, ওই যুবকের কারণে জনগণের মধ্যে শান্তি ও শৃঙ্খলা নষ্ট হতে পারে। সে কারণে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার যুবক তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে দীপাবলি উৎসব নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট করেছেন। তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।