ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝুমুর ইলিশ চত্বরে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান। ক্রাফট ইন্সট্রাক্টর পদবি বাতিলসহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
একই দাবিতে গত বুধবারও (১৬ এপ্রিল) সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআরএস