ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের নির্মাণাধীন সাততলা ভবন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক এবং আগের দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাস্থলেই অপর শ্রমিকের মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘উল্লাপাড়া প্লাজা’ নামে নির্মাণাধীন ওই ভবনের ছয়তলায় রশি দিয়ে ঝুলানো বাঁশের মাচায় বসে প্লাস্টার (পলেস্তারা) করছিলেন শ্রমিক মাসুদ রানা ও খাদেম আলী। এ সময় রশি ছিঁড়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। গুরুতর আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বৃহস্পতিবার এক শ্রমিক মারা গেছেন। আজ অপর আরেক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।