ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ১৪

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল কর্মী মো. জসিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতভর ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বুধবার (২৩ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) মো. জামিলুল হক।  

গ্রেপ্তাররা হলো— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন গাজী (৬০), উত্তর চরবংশী ইউনিয়ন কৃষক দলের সদস্য কৃষক দলের সদস্য আবুল খায়ের গাজী (৩৪), ইউনিয়ন যুবদলের সদস্য মো. সিদ্দিক আলী দেওয়ান (৪০), উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সোলায়মান দেওয়ান (৫৮), উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ দেওয়ান (৭০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন বকসি (৪৮), সাবেক ছাত্রদল নেতা মো. শাহাদাত গাজী (২৮), খালিদ গাজী (৪৮), মো. জাকির হোসেন (৩৫), মো. আব্দুল মন্নান গাজী (৪৮), মো. নেসার উদ্দিন (৪৬), মো. মিজান সরদার (৩৫), মো. খিজির (৫২) ও মো. তসলিম উদ্দিন (৪০)।

এরা সবাই রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা।  

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষক দল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন জসিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ১৪ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জসিমের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল।  

জসিম হত্যায় তার বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে ১৬ এপ্রিল ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীমসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৮০ জনকে আসামি করা হয়। জসিম পেশায় ঢালাই শ্রমিক এবং ফারুক কবিরাজের অনুসারী ছিলেন।

৭ এপ্রিলের ঘটনায় উপজেলা কৃষক দল নেতা জিএম শামীমের অনুসারী বিএনপিকর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান নিহত হন। দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।