খুলনা: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি হয়।
এতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন ও মানব জমিনের এসএম বিপ্লব হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের কাজই তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম ও দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে টিপুর হাতাহাতি হয়। এসময় তদন্ত ছাড়াই এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল বড় অন্যায় করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না। শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
এ সময় বক্তারা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের কাজের তথ্য চাওয়া নিয়ে উপ-সহকারী প্রকৌশলীর সাথে হাতাহাতিতে জড়ানোয় দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমআরএম/জেএইচ