ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ৯ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক নয়জন

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমসহ নয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) (ডিবি)-২ পুলিশ।

আটকদের বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এর আগে বুধবার ভোরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন— কামালের বার্ত্তী গ্রামের আইবাহাদুরের ছেলে বাবুল মিয়া (৪০), আব্দুর রহিম ছেলে বিলেত আলী (৩৬), ৩. সরাফত আলীর ছেলে আজাদ (২৮), আইবাহাদুরের ছেলে মজনু মিয়া (৪০), এরশাদ আলীর ছেলে মান্নান (২২), আবু বক্করের ছেলে সফিক (৩৬), মৃত গোলাপ হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৭), মৃত জহির উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩২), আক্কাছ আলীর ছেলে জয়নাল আবেদিন (৩৬)।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি এবং এটি বিভিন্ন অপরাধের জন্ম দেয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।