ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

পাহাড়ি তরুণীকে ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
পাহাড়ি তরুণীকে ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড়ি এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. ফাহিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের ছেলে।

গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকাকালীন গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায় ফাহিম। বাঁধা দেওয়ায় তাকে মারধর করে তিনি। এর আগেও ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।