ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

হাতীবান্ধায় বজ্রপাতে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
হাতীবান্ধায় বজ্রপাতে আহত ৭

লালমনিরহাট: বজ্রপাতের আঘাতে হাতীবান্ধা উপজেলায় নারীসহ ৭ জন আহত হয়েছেন।  

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের বেহারীবাজার এলাকায় বজ্রপাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার জমির হোসেনের ছেলে ট্রলি শ্রমিক রাশেদুল ইসলাম (২০), আমির উদ্দিন ছেলে আরিফুর ইসলাম (১৭)। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাঁশের মুড়া ট্রলিতে করে নিয়ে হাতীবান্ধা থেকে কালীগঞ্জ ফিরছিলেন চালকসহ ৫ শ্রমিক। উপজেলা সদরের পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তারা আহন হন। তিনজন মৃদু আঘাত পেয়েছেন। দুজন মাঝারি আঘোত পেয়েছেন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

দুই নারী আহত হয়েছেন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলন বাজার এলাকায়। তারা বাড়িতে কাজ করছিলেন। দুজনই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. হিরণময় বর্মন সাগর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।