ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আ. লীগ থেকে পদত্যাগ করলেন কাজিপুরের ৫ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আ. লীগ থেকে পদত্যাগ করলেন কাজিপুরের ৫ নেতা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করা নেতারা

ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজিপুরের পাঁচ নেতা।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।

তারা পাঁচজনই একটি কলেজে চাকরি করেন।  

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

সাংবাদিকদের সামনে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, ভবিষ্যতে কেউ যেন আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে না জড়ায়।

পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।