সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বাইসাইকেল আরোহী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার আঁখি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবক বাইসাইকেলে করে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আঁখি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে এলাকাবাসীর দাবি বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী ট্রাকচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরএ