ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, এপ্রিল ২৮, ২০২৫
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১

গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে সিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে মোগরখাল এলাকায় নুর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পারভিন আক্তার (৩৫), তাসলিমা আক্তার (৩০), তানজিলা (১০) ও আইয়ান (দেড় বছর)। তারা সবাই ওই বাসার ভাড়াটিয়া।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খাঁন জানান, মোগরখাল এলাকায় বাসায় রান্না করছিলেন ভাড়াটি পারভিন আক্তার। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে সোমবার সকালে সিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান়। অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।