ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‎রংপুরে যৌথবাহিনীর অভিযানে ১০ বন্দুক ও ৩৬ গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, সেপ্টেম্বর ৯, ২০২৫
‎রংপুরে যৌথবাহিনীর অভিযানে ১০ বন্দুক ও ৩৬ গুলি জব্দ ‎রংপুরে যৌথবাহিনীর অভিযানে ১০ বন্দুক ও ৩৬ গুলি জব্দ

রংপুর: রংপুরে বাউন্ডারি ঘেরা পরিত্যক্ত জায়গা থেকে ১০টি বন্দুক ও ৩৬টি গুলি জব্দ করেছে যৌথবাহিনী।  

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরের দর্শনা শুঁটকির মোড়ে মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা ও সেনাবাহিনীর একটি যৌথদল এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি সীমানা প্রাচীরঘেরা বাগানের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করে। পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তাগুলো খুলে তাতে ১০টি একনলা বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও কার্তুজ পাওয়া যায়।
‎পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎এ ঘটনায় রংপুরবাসীর মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নজরদারি ও অভিযানের পরিধি আরও বাড়ানো হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।