ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় নয় কেজি গাঁজাসহ দুজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, অক্টোবর ৭, ২০২৫
মাগুরায় নয় কেজি গাঁজাসহ দুজন আটক

মাগুরা: নয় কেজি ছয়শ’ গ্রাম গাঁজাসহ মাগুরায় দুজন মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব-৬ সদস্যরা। এসময় একটি অটো রিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে মাগুরা শহরের বিএডিসি অফিসের সামনের মহাসড়ক থেকে তাদেরকে আটক এবং গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর সিপিসি ঝিনাইদহের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নাসির হোসেন (৩৫) এবং সদর উপজেলার জগদল ঠাকুরভিটা এলাকার খলিলুর রহমানের ছেলে ইমান উদ্দিন (৩২)।  

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলার রুজু হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।