ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 

ডিসট্রিক করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, অক্টোবর ৭, ২০২৫
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 

মাগুরা: পৃথক সড়ক দুর্ঘটনায় মাগুরার শালিখা উপজেলায় দুইজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী।

অন্যজন পথচারী। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল ও থ্রিহুইলারের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা নিহত হন।  

আবু হুরায়রা পাথরঘাটা গ্রামের বাসিন্দা।  

একই সড়কে অপর এক দুর্ঘটনায় অজ্ঞাত একজন পথচারী নিহত হয়েছেন।  

শালিখা অফিসার্স ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।