ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, এপ্রিল ২৮, ২০২৫
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রোববার মধ্য রাতে জেলার কলমাকান্দার গোবিন্দপুর গ্রামে ও সোমবার (২৮ এপ্রিল) সকালে মদন উপজেলার তিয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

  

নিহতরা হলেন- কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা দিদারুল ইসলাম। তিনি উপজেলার গোবিন্দপুর বাজার এলাকায় স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।  

অপরদিকে আরাফাত মিয়া (৯) মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে। সে নিজ গ্রামের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।  

স্থানীয়দের বরাতে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, রাতে দিদারুল ইসলাম বাজার থেকে মাদরাসায় ফিরছিলেন। তখন বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন তিনি। এসময় মাদরাসার কাছেই বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দিদারুল ইসলাম।

নিহতের প্রতিবেশী সাংবাদিক মো. সাকের খান বাংলানিউজকে জানান, সোমবার বৃষ্টিপাতের সময় সকাল সাড়ে ৬টায় আরাফাত বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। মাদরাসার কাছে পৌঁছা মাত্রই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।