বিরামপুরে প্রাইভেট কার বিক্রির সময় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। তাদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২)।
মাহবুব আলম বকুল পৌরশহরের চাঁদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গ্রেপ্তার অন্যান্যরা হলেন— আবু হোসেন মোস্তফা কামাল (২৯), সাখাওয়াত হোসেন (৫২), কামরুল হোসেন (৪১) মাসুদ রানা ওরফে শুভ (৩২)।
জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) গাজীপুর জেলার রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। গাড়ির মালিক আমিনুল ইসলাম রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় ছিনতাইকৃত গাড়িটি ৯ লাখ টাকায় বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গাড়ি ক্রয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলার শেরপুরের মাইশা কার হাউসের মালিক মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির মালিকানা যাচাই করে প্রকৃত মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে, গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছিল।
পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্যের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত গাড়িটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমজে