ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আনারুল বাহিনীর সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ২৮, ২০২৫
সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আনারুল বাহিনীর সহযোগী আটক কোস্টগার্ডের কবজায় ডাকাত বিল্লাল হোসেন

বাগেরহাট: সুন্দরবনের বনদস্যু আনারুল বাহিনীর মো. বিল্লাল হোসেন (৩৩) নামের এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় বিনের অভ্যন্তরে অভিযান চালিয়ে ওই ডাকাত সদস্যকে আটক করা হয়।  সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালিয়ে যায়। পরে বনের অভ্যন্তরে অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (৩৩) নামের আনারুল বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কর্মকাণ্ডের সাথে জড়িত এবং আনারুল বাহিনীর সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। আটক বিল্লাল খুলনার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক বিল্লালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।