লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা সীমান্ত থেকে বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন- এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলাম (১৭) ও তার মামা, বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
জানা গেছে, রিমনের বাড়ি বাংলাদেশ সীমান্তঘেঁষা এলাকায়। তার বাড়ির পাশেই একটি চা-বাগান রয়েছে। বিকেলে তিনি ও তার মামা মাজেদুল ওই চা-বাগানে ঘুরতে গিয়ে ছবি তুলছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্ত এলাকায় লোকজন জড়ো হতে থাকে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আলোচনা চলছে, আশা করা যাচ্ছে বৈঠকে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি-বিএসএফ আলোচনা অব্যাহত রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মুক্তির বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এমজে