রাঙামাটি: রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমনকে বাবুকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ মে) দিনগত রাতে শহরের বনরূপা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সারাদেশে ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়। রোববার (৪ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে ওসি যোগ করেন।