ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভোলায় ৮ রুটে বাস চলাচল বন্ধ, জনভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, মে ৪, ২০২৫
ভোলায় ৮ রুটে বাস চলাচল বন্ধ, জনভোগান্তি

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ মে) সন্ধ্যার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এর পরপরই ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার আটটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রী ওঠানোর সময় অটোরিকশা শ্রমিকদের বাধা দেন বাস শ্রমিকরা। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষ একে অপর পক্ষের বাস ও অটোরিকশা ভাঙচুর চালায়। পরে এ ঘটনার বিচার দাবিতে উভয়পক্ষই পৃথকভাবে বিক্ষোভ শুরু করে। বাস শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।  

বাস শ্রমিকদের অভিযোগ, অটোরিকশা শ্রমিকদের হামলায় এক বাসচালকসহ দুজন আহত হয়েছেন। নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

অটোরিকশা শ্রমিকদের অভিযোগ, বাস শ্রমিকরা বিনা কারণে প্রথমে অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা এবং মারধর করেন।   

ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুর হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।