ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কালভার্টের নিচে মিলল নারীর মরদেহ, পাশে পড়ে ছিল ফোন-দুল-ওষুধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, মে ৫, ২০২৫
কালভার্টের নিচে মিলল নারীর মরদেহ, পাশে পড়ে ছিল ফোন-দুল-ওষুধ 

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার মোবাইল ফোন, সবজি, ওষুধ আর কানের দুল।

 

সোমবার (৫ মে) সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনা বেগমের বোনের স্বামী আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকায় অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে বাজারে গিয়েছিলেন সেলিনা। পরে রাতে আর ফিরে আসেননি তিনি৷ অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি৷ পরে সোমবার সকালে কালভার্টের নিচে তার মরদেহ পাওয়া যায়।  

এসময় মরদেহের পাশে তার মোবাইল ফোন, কানের দুল, ওষুধ এবং কিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।