ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুলব্যাগে মিলল পিস্তল-বোমা

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, মে ৮, ২০২৫
আশুলিয়ায় পরিত্যক্ত স্কুলব্যাগে মিলল পিস্তল-বোমা

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ার একটি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এসব অস্ত্র কার কিংবা কে ফেলে রেখে গেছে এমন প্রশ্নের মেলেনি।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- দুই রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল, ৫টি হাতবোমা ও ২টি রামদা। এসব অস্ত্র একটি স্কুলব্যাগে করে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, দুপুরে বেলাল হোসেন নামে এক ব্যক্তি ওই বাউন্ডারির ভেতরে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বাংলানিউজকে বলেন, আশুলিয়ার রূপায়ন মাঠে বিল্লাল নামে এক ব্যাক্তি বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ব্যাগটি থেকে ২ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, ২টি দেশীয় অস্ত্র রামদা ও ৫টি দেশীয় হাত বোমা উদ্ধার করা হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।