ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নবীগঞ্জে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, সেপ্টেম্বর ১০, ২০২৫
নবীগঞ্জে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। এদের মধ্যে শ্রাবণ ও শুভ চাচাতো ভাই। আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে থাকত।  

স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার সময় এক শিশু পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বাকিরাও পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনজনের লাশ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সবাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহত তিনজনের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।