খুলনা: আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ক্যানসার আওয়ামী লীগ, ব্যান ব্যান আওয়ামী লীগ’,‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এমন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে খুলনার শিববাড়ির মোড়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৪টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে ছাত্র-জনতা এসে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করে। যা সন্ধ্যার পরে অব্যাহত রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্য রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভে অংশ নেয়। তীব্র গরম উপেক্ষা করে ছাত্র-জনতা এ মিছিলে অংশ নেয়।
ব্লকেড কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না, রেড জুলাই এর বিভাগীয় আহ্বায়ক মো.তারেক, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুশফিকার সামস মেনান, জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা সদস্য ফরিদ আহমেদ পাঠান, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক কমিটির খানজাহান আলী থানা সদস্য জায়েদুর রহমান প্রিন্স।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, ইসলামী ছাত্র শিবিরের কমার্স কলেজ শাখার তারেক রহমান, স্নীগ্ধা সুলতানা মুন্নী, তামান্না সুলতানা, আখী রায়,উম্মে হুরায়রা নুসরাত, নাবা আক্তার শারমিন, মায়মুনা আক্তার পাপীয়া, রাবেয়া সুলতানা রেখা, রুমি রহমান ও রোদেলা আক্তার রেশমি।
খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। বারবার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না।
এমআরএম/জেএইচ