জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরিদর্শক আলমগীর কবীরকে জখম করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) রাতে একজনকে পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের নিজ বাড়ি থেকে এবং অপরজনকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-পাটাবুকা গ্রামের বাসিন্দা রাফি ও বেলাল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, পাটাবুকা এলাকায় তিন-চার বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।
ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। রোববার বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় একজন ব্যক্তি আলমগীর কবীরকে পেছন দিক থেকে আঘাত করেন।
পরে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় এসআই আলমগীর কবীর বাদী হয়ে রাফি ও বেলালের নামে সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত করার অভিযোগে ওই দুজনের নামে মামলা করলে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ধারাল অস্ত্রের আঘাতে জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।
জেএইচ