ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জীবননগর সীমান্তে বাংলাদেশের ১৪ নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, মে ১৩, ২০২৫
জীবননগর সীমান্তে বাংলাদেশের ১৪ নাগরিক আটক

চুয়াডাঙ্গা: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বাংলাদেশে ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (১২ মে) রাতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌঁনে ৭টার দিকে বিজিবি সীমান্ত পিলার ৬১/১৮ নম্বর থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে বাংলাদেশে আসার অভিযোগে ১৪ জনকে আটক করে বিজিবি। আটক ১৪ জনের মধ্যে নয়টি শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

আটক ১৪ জন হলেন- নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তাদের মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।

৫৮ বিজিবি ব্যাটলিয়নের পরিচালক সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সময় ভালো বেতনের চাকরির আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান তারা। ভারত থেকে তারা অবৈধ পথে দেশে ফিরে আসেন। আটক সবাইকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।