কুমিল্লা: প্রত্নের লীলাভূমি লালমাই পাহাড়। সেই পাহাড়ে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বসছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন।
১৬ ও ১৭ মে কুবি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে এ সম্মেলন হচ্ছে।
কুবি প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি এ আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৫ মে) কুবি প্রত্নতত্ত্ব বিভাগের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুবি প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে জার্মান, ভারতসহ বিভিন্ন দেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও নবীন গবেষকরা অংশ নিচ্ছেন। এতে প্রধান অতিথি থাকছেন কুবি ভিসি ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি থাকছেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. অনিল কুমার। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ সম্মেলনের মাধ্যমে লালমাই ময়নামতি অঞ্চলের ঘুমন্ত সভ্যতা নিয়ে বিশদ আলোচনা হবে। এতে এ অঞ্চলের সমৃদ্ধ অতীত বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা হতে পারে।
এসআই