ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, মে ২১, ২০২৫
বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের আওতাধীন দরবেশচালা এলাকায় বন্যহাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আজিজুর রহমান আকাশ দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ও বন বিভাগের গজনী বিটের বনরক্ষী মো. সায়েদুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই বন্যহাতির দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসে গজনী এবং আশপাশের এলাকায় বিচরণ করছিল। মঙ্গলবার সন্ধ্যার পরই বন্যহাতির দল লোকালয়ে নেমে আসে। রাতের আঁধারে বন্যহাতির দল ধানক্ষেতে নেমে তাণ্ডব চালাতে শুরু করে। এসময় ধান রক্ষায় হাতি তাড়াতে অন্য কৃষকদের সঙ্গে সেখানে যান কৃষক আজিজুর রহমান আকাশও। এসময় একটি হাতি আকাশকে তাড়া করলে তিনি পিছলে পড়ে যান। উত্তেজিত হাতিটি তাকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।