ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, মে ২২, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে এক প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই বাড়ির হাসনা বেগম জানান, সন্ধ্যার পর তিনি তিনতলা থেকে দ্বিতীয় তলায় নেমে দেখেন এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে। তিনি নাতি ভেবে ডাক দেন। এ সময় ছেলেটি একটা ব্যাগ নিয়ে দৌড়ে চলে গেলে সন্দেহ হয়। পরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুক থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে চোর।

তিনি বলেন, আমার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকে। এর মধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে। আমাদের এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় আমরা বসবাস করি। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। ২য় তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী আমার বড় ছেলের পরিবার থাকে। এর পাশের ফ্ল্যাটে আমার ছোট ছেলের পরিবার থাকে। সন্ধ্যায় আমার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাট তালা দিয়ে তার বাবার বাড়িতে যায়। আমার স্বামী দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গেছেন। আমি ঘটনার সময় ৩য় তলায় আরেক ছেলের ফ্ল্যাটে ছিলাম। সন্ধ্যার পর আমি ২য় তলায় নেমে চুরির ঘটনা দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।