ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

সারাদেশ

যবিপ্রবি’র সাবেক উপাচার্য ড. সাত্তারের নামে দুদকের আরও এক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মে ২৭, ২০২৫
যবিপ্রবি’র সাবেক উপাচার্য ড. সাত্তারের নামে দুদকের আরও এক মামলা প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরেকটি মামলা করেছে। অবৈধভাবে কর্মচারী নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে এই মামলাটি করা হয়।

এর আগে সাবেক ভিসি প্রফেসর সাত্তারের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে একটি মামলা করে দুদক।

সর্বশেষ মামলাটির বাদী দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। এ মামলায় প্রফেসর সাত্তারের সঙ্গে যবিপ্রবির সহকারী পরিচালক (হিসাব) মো. শরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জি এম আনিছুর রহমান, যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক সালাহউদ্দিন সোমবার (২৫ মে) করা মামলাটি মঙ্গলবার (২৭ মে) নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালে অন্য আসামিদের যোগসাজশে দুর্নীতি ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে শরিফুল ইসলামকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ দেন।

২০১৫ সালের জুলাই মাসে শরিফুল ইসলাম ওই পদে নিয়োগ পেয়ে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বেতন বাবদ মোট ৫২ লাখ ২৬ হাজার ৬৮৫ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে রাষ্ট্রের ক্ষতিসাধন করেছেন যা দণ্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ ধারাসহ ১৮৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এই নিয়োগ বোর্ডে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার প্রধান ছিলেন। এছাড়া বাছাই বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৎকালীন ডিন (বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক) প্রফেসর ড. বিপ্লব কুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন প্রফেসর ড. মো. আজিজুল ইসলাম এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপপরিচালক (অর্থ ও হিসাব) জি এম আনিছুর রহমান।

তারা পরস্পর যোগসাজশে শরিফুল ইসলাম ছাড়াও রাজু আহম্মেদের নামে আর একজনকে হিসাব কর্মকর্তা হিসেবে নিয়োগ দানের সুপারিশ করেন। এই নিয়োগের সুপারিশ ২০১৬ সালের ৯ এপ্রিল উপাচার্য ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদিত হয়। সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (রিজেন্ট বোর্ড) এই অনুমোদনকে ড. সাত্তার পরদিন বাস্তবায়ন করেন।

এর আগে প্রফেসর ড. আব্দুস সাত্তারের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২৩ সালের ২১ আগস্ট দায়ের করা মামলাটিতে ড. সাত্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।