ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

ভারত থেকে ‘পুশ ইন’ করা ১৪ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মে ২৮, ২০২৫
ভারত থেকে ‘পুশ ইন’ করা ১৪ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

খাগড়াছড়ি: ভারত থেকে ‘পুশ ইন’ করা ১৪ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ মে) পানছড়ি উপজেলা প্রশাসন তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।

 

এর আগে ২৫ মে বাংলাদেশ সীমান্তের ডাইনচন্দ বিওপি বর্ডার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) তাদের পুশ ইন করে। পরে প্রশাসন থেকে তাদের স্থানীয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুশ ইন হওয়াদের পরিচয় শনাক্ত করে তাদের পরববারের কাছে হস্তান্তর করা হয়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশ ইন হওয়া ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিমানে করে আগরতলায় আনা হয়। পরে সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তাদের নিয়ে আসে এবং সুযোগ বুঝে সোমবার (২৬ মে) ভোর বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়।

এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।