মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের কাকমারাছড়া ভারতীয় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।
ভোরে উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপিতে নিয়ে রাখে।
এদিকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা থেকে ৪৮ জনকে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকমারা বিওপি সীমান্ত এলাকা জাম্বুরাছড়া থেকে ২৩ জনসহ মোট ৭২ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া চলতি বছরের ২৬ জুন শ্রীমঙ্গল উপজেলার কাকমারা বিওপি সীমান্ত এলাকা জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে আরো ১৯জনকে পুশইন এর ঘটনা ঘটে।
বিবিবি/এএটি