ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে শর্টসার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, অক্টোবর ২১, ২০২৫
যশোরে শর্টসার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই  যশোরের বাঘারপাড়ায় অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

যশোর: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  

এতে কামাল হোসেনের ফল ও বেকারির দোকান, বাবু ঘোষের মিষ্টান্ন ভান্ডার, রেজাউল ইসলামের চা-পানের দোকান, জিয়াউর রহমান ও ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির ফেরদৌস ঘটনা নিশ্চিত করে বলেছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।