ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

তেজগাঁওয়ে বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ৪, ২০২৫
তেজগাঁওয়ে বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৬

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্র্যাভেলস কোম্পানির বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও ডিবি।

পাশাপাশি তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রায় চার লাখ সৌদি রিয়েল উদ্ধার ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে নতুন করে গ্রেপ্তার ৬ জনের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গত ১ জুলাই বিকেল অনুমান ৬টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত নামা ১০-১২ জন ডাকাত দল মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চার লাখ ৯১ হাজার ৫শ সৌদি রিয়াল, ৪শ ওমানী রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ডিবি তেজগাঁও বিভাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করে। তুহিনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সেসহ অন্যান্য আসামিরা বেশ কিছুদিন আগেই ঘটনা সম্পর্কে গল্প সাজিয়ে ডাকাতি করার একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক ঘটনার দিন তুহিন রাইড শেয়ার উবার প্রাইভেট কারের মাধ্যমে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাওয়ার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন্যান্য সহযোগীদের শেয়ার করে রাখে। পরিকল্পনা মাফিক অন্যান্য আসামিরা হোয়াটসঅ্যাপ লোকেশনের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে এসে ওই প্রাইভেটকারের পথরোধ করে পরস্পর যোগসাজশে ওই বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরর্বর্তীতে সব আসামিরা লুণ্ঠিত বিদেশি মুদ্রা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আত্নগোপনে চলে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তুহিনের দেওয়া বক্তব্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবির বেশ কয়েকটি আভিযানিক দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই ঘটনার সঙ্গে জড়িত তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৬), মো. শুভ হাওলাদারসহ (২৫) সর্বমোট ৭ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থের ২ লাখ ৬৯ হাজার ২৪০  সৌদি রিয়াল যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ