ভোলার লালমোহনে আঁখি বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি বেগম একই গ্রামের তোফাজ্জল হোসের স্ত্রী।
আহত দুজন হলেন- নিহত আখির স্বামী তোফাজ্জল ও পুত্রবধূ রত্না। আহত দুজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সোমবার রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশে এসে এ হত্যাকাণ্ড ও নেশাজাতীয় কিছু খাইয়ে দুজনতে অচেতন করা হয়েছে। তবে মূলত কী কারণে এ হত্যাকাণ্ড তা উদঘাটনে তদন্ত করছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআরএস