মাদারীপুর জেলার রাজৈরে নৌকায় চড়ে মাছ শিকারের ছদ্মবেশে ইয়াবা বিক্রি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, উপজেলার বাজিতপুরে দীর্ঘদিন ধরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ব্যবসায়ী সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। তারা মাছ শিকারের ছদ্মবেশে দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ সেখানে অভিযান চালায়। এসময় এক নারী ও তিন যুবককে ১৫০০ পিচ ইয়াবাসহ হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, তারা স্থানীয় খাল-বিলে নৌকা নিয়ে মাছ ধরেন। মূলত, মাছ ধরা তাদের কৌশল, এর আড়ালে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ধরা-ছোঁয়ার বাইরে থাকতেই তারা অভিনব কায়দায় মাদক ব্যবসা করে আসছে। আমরা অভিযান চালিয়ে চারজনকে আটক করেছি। অন্যদের ধরতে অভিযান চলমান আছে।
আরএ