ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

রুপালি ইলিশ, ক্রেতার ভিড়ে সরগরম পুরাকাটা ফেরিঘাট

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জুলাই ২৮, ২০২৫
রুপালি ইলিশ, ক্রেতার ভিড়ে সরগরম পুরাকাটা ফেরিঘাট রুপালি ইলিশ

বরগুনার পায়রা নদী সংলগ্ন পুরাকাটা ফেরিঘাটে সন্ধ্যা নামলেই বসে ইলিশের অস্থায়ী বাজার। স্থানীয় জেলেরা নদী থেকে ইলিশ ধরে সরাসরি নৌকা ঘাটে ভিড়িয়ে বিক্রি করছেন পাইকারি ও খুচরা ক্রেতাদের কাছে।

 

এই বাজারটি গভীর রাত পর্যন্ত চলমান থাকে, যেখানে বরগুনা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন সদ্য ধরা টাটকা ইলিশ কিনতে।

স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে ওজনভিত্তিক দামে খুচরা বাজারে বিক্রি করছেন বিক্রেতারা।  

বাজার ঘাটের মাছ বিক্রেতা মাসুদ বলেন, আমরা স্থানীয় জেলেদের কাছ থেকে এক-দুইটি মাছ কিনি, পরে ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে খুচরা বাজারে বিক্রি করি। শহরের তুলনায় এখানে দাম কিছুটা কম, আর মাছ একেবারে টাটকা বরফ ছাড়া।

বর্তমানে বাজারে এক কেজি থেকে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের মাছ মিলছে ১৩০০ টাকায়, আর ৩০০ থেকে ৩৩০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। পাশাপাশি এখানে সামুদ্রিক অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে।

স্থানীয় ক্রেতা ও পথচারীদের কাছে এই বাজারটি এখন একটি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই বলছেন, ঘাট থেকেই সরাসরি জেলেদের কাছ থেকে তাজা ইলিশ কেনার সুযোগ পাওয়ায় এখানকার মাছের স্বাদ ও মানে আছে ভিন্নতা।

পায়রা নদীর ঘাটজুড়ে তাই এখন শুধু নদীর ঢেউ নয়, জমজমাট ইলিশ বেচাকেনার ব্যস্ততা যা বরগুনার মাছপ্রেমীদের জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।