ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

২ কেজির ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুলাই ৭, ২০২৫
২ কেজির ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে ধরা পড়া দুই কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ সাত হাজার সাতশ টাকায় বিক্রি হয়েছে।  

রোববার (৬ জুলাই) দুপুরে মাছটি ধরা পড়ার পর বিকেলে আশাখালী বাজারের ‘বন্ধন ফিস-২’ আড়তে নিলামে তোলা হয়।

জেলে জামাল মাতুব্বরের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই ইলিশটি। পরে বিক্রির জন্য তিনি তা নিয়ে যান বাজারে। পরে ইলিশ কেজিতে তিন হাজার পাঁচশ টাকা হিসাব করে মোট সাত হাজার সাতশ টাকায় বিক্রি হয়। সেটি কিনেন স্থানীয় পাইকারী ব্যবসায়ী কবির।

মাছ দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা। এক নজর দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে। এমন বড় ইলিশ দীর্ঘদিন পর বাজারে উঠেছে বলে জানান স্থানীয়রা।

জেলে জামাল মাতুব্বর বলেন, প্রতিদিনের মতো সাগরে গিয়ে হাইর এলাকায় জাল ফেলেছিলাম। ভাগ্য ভালো, এমন বড় একটি মাছ উঠেছে। এখন তো সাগরে বড় মাছ তেমন ধরা পড়ে না। বড় মাছ পেলে পরিবার নিয়ে একটু স্বস্তিতে থাকা যায়।

আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, বছরের এ সময় এমন মাছ খুবই কম আসে। সেজন্য নিলামে দামটা একটু বেশি উঠেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটা নিঃসন্দেহে ইতিবাচক। গভীর সমুদ্রে বড় ইলিশ এখন ধরা পড়ছে, যা প্রমাণ করে যে নিষেধাজ্ঞার সুফল আমরা পাচ্ছি। যদি জালের মাপ ও ব্যবস্থাপনায় আরও নজর দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ইলিশ ধরা পড়বে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।